চরদুয়ানিতে লাঠির আঘাতে ৭৫ বয়সী বৃদ্ধার মৃত্যূ

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২ জানুয়ারী ২০১৯ | আপডেট: ১১:০৫ পিএম, ৩ জানুয়ারী ২০১৯

চরদুয়ানিতে লাঠির আঘাতে ৭৫ বয়সী বৃদ্ধার মৃত্যূ
পাথরঘাটা উপজেলায় চরদুয়ানি ইউনিয়নে
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে অপর পক্ষের লাঠির আঘাতে সুশীলা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যূ হয়েছে। আজ বুধবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ৩ নং ছহেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। সুশীলা ছহেরাবাদ গ্রামের উপেন্দ্র নাথের স্ত্রী ও চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারি বাবুল খরাতির মা।

মৃত সুশীলার ছেলে বাবুল খরাতি জানান, তার শ্যালক প্রদীপ ও প্রনব হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শ্যালক প্রদীপ ও প্রনবসহ ভাড়াটে সজল বড়াল ও রিপন বড়ালকে নিয়ে বিকেলে বিরোধীয় জমিতে বাবুল খরাতির রোপিত ধান কাটতে গেলে বাধা দেওয়ায় সজল ও রিপন বড়াল লাঠি দিয়ে সুশীলার মাথায় আঘাত করে। এ সময় সুশীলার পুত্রবধু হেপী রাণী উদ্ধার করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। তাৎনিক পার্শবর্তী চরদুয়ানী বাজারের গ্রাম্য চিকিৎসকের কাছে নিলে অবস্থার অনবতি হওয়ায় পাথরঘাটা উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আনোয়ার উল্লাহ সুশীলাকে মৃত্যূ ঘোষনা করেন।

চিকিৎসক আনোয়ার উল্লাহ বলেন, সুশীলার মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তরণ হয়েছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ শিকদার বলেন, লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে। মৃতের স্বজনরা অভিযোগ দিলে মামলা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)