পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের পুনঃ নির্মাণের পরিকল্পনা শুরু

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২ পিএম, ১৮ জানুয়ারী ২০১৯ | আপডেট: ০৫:৪০ পিএম, ১৮ জানুয়ারী ২০১৯

---
পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ পুনঃ নির্মাণের পরিকল্পনা শুরু করেছে মুসল্লিরা।

ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে প্রতিষ্ঠিত পাথরঘাটা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি উপজেলার একমাত্র ওয়াকফ কৃত সম্পতি উপর নির্মিত। যুগের চাহিদা অনুযায়ী একটি আধুনিক মসজিদ নির্মাণ করার প্রকল্প বাস্তবায়ন করতে শুক্রবার সকালে ১০ ঘটিকায় পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

এতে কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি এমএ খালেক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব প্রবীণ আলেম মাওলানা সিদ্দিকুর রহমান, সমাজ সেবক ও প্রবীণ আলেম মাওলানা আব্দুস সোবাহান, মসজিদের খতিব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ার আবু জাফর মোহাম্মদ সালেহ কাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মল্লিক মোঃ আইয়ুব, সাবেক সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারী আজাদ, কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সেক্রেটারি কাজী মোঃ তোহা, সদস্য আফজাল হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন জোমাদ্দার প্রমুখ। পরামর্শ সভায় উপস্থিত সকলে মুসল্লিদের সিদ্ধান্ত মতে মসজিদ পূর্ণ নির্মাণের জন্য সকল প্রকার সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)