আমি আপনাদের সাথে মুক্তির মিছিলে ছিলাম (আবদুর রহমান জুয়েল)

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১২ ফেব্রুয়ারী ২০১৯ | আপডেট: ০৯:০৬ এএম, ১২ ফেব্রুয়ারী ২০১৯

আবদুর রহমান জুয়েল আবদুর রহমান জুয়েলের একটি পোষ্টার ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বেশ। পাথরঘাটা নিউজের পাঠাকদের জন্য হুবহু সেটি তুলে ধরা হলো প্রিয় সহযোদ্ধা, ছালাম ও শুভেচ্ছা নিবেন, আপনারা বাংলাদেশ আওয়ামীলীগের দুঃসময়ের সারথী। সেই বিভীষিকাময় দিনগুলোতে অনেক নির্যাতন নিষ্পেষন সহ্য করে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের সংগঠনকে বুকে ধারন করে রেখেছেন। আপনাদের জন্যই আজ বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় তাই আপনাদেরকে জানাই সশ্রদ্ধ অভিবাদন। প্রিয় সাথী, দুঃসময়ের সেই দিনগুলোতে আমিও (আবদুর রহমান জুয়েল) আপনাদের সাথে মুক্তির মিছিলে ছিলাম। একাধিকবার জেল খেটেছি নির্যাতিত হয়েছি। আজ বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায়। আমাদের প্রাণাধীক প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজ মাননীয় প্রধানমন্ত্রী তার ভিশন বাস্তবায়ন করার লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমন রিমন ভাই কাজ করে যাচ্ছেন। প্রিয় সহকর্মী, আসুন ত্যাগী ও দুঃখী নেতাকর্মীদের ভাগ্য উন্নয়নের জন্য দুনীতিমুক্ত আধুনিক পাথরঘাটা গড়ার প্রত্যয়ে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে সকলে সমবেত হয়ে কর্মী বান্ধব নেতা নির্বাচন করি, মুক্তির এই মিছিলে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা ও দোয়া কামনায়। আবদুর রহমান জুয়েল উল্লেখ্য তিনি ছাত্রলীগ পাথরঘাটা উপজেলা শাখার সাবেক সভাপতি মেধাবী ছাত্র নেতা ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগ পাথরঘাটা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। আধুনিক পাথরঘাটা গড়তে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান অ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল । ইতি মধ্যে পাথরঘাটা উপজেলা বাসীর দোয়া ও সমর্থন চেয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি একটানা প্রায় দুই যুগ জামাত বি এনপি বিরোধী দলের নির্যাতনের আমলে ছাত্র লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরিচ্ছন্ন ও মেধাবী সাবেক এই ছাত্র নেতা আব্দুর রহমান জুয়েল একজন নির্লোভী, সৎ-সাহসী ও ভদ্র নেতা হিসেবে দলীয় এবং তৃনমুল পর্যায়ে গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন। গত ৩ ফেব্রুয়ারি পাথরঘাটায় প্রার্থীতা বাছাইয়ের বৈঠক করেছেন উপজেলা আওয়ামী লীগ। উপজেলা পরিষদ নির্বাচনে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীতা চূড়ান্তের জন্য নির্বাচনী প্রস্তুতি সম্মেলন সম্পন্ন হয়েছে পাথরঘাটা কলেজ হলরুমে উপজেলার তৃণমূল সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে এ প্রস্তুতি সভা করেন জেলা আওয়ামী লীগ ঐ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সহ-সভাপতি শওকত হাচানুর রহমান রিমন। সভায় উপস্থিত নেতাকর্মীদের থেকে জানা যায় সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে ৯ জনকে প্রাথমিক বাছাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। এদের মধ্যে তিন জনকে নির্ধারণ করে জেলা কমিটি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ৩ জনের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠিয়েছেন। এ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল বলেন, উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলের স্বার্থে যোগ্যতা সম্পন্ন তিন জনের তালিকা প্রকাশ করবেন। এই তিন জনের মধ্যে যোগ্য ব্যক্তিকেই মনোনয়নের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত দিবেন, দল থেকে যাকে নৌকার মনোনয়ন দিবে তাকে বিজয়ী করতে একহয়ে কাজ করবো।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)