বরগুনা জেলার সকল তথ্য
বাংলাদেশে বরগুনা জেলার অবস্থান
বরগুনা বরিশাল বিভাগ-এ অবস্থিত
বরগুনা
বরগুনা
বরিশাল বিভাগ-এর মানচিত্র দেখুন
বাংলাদেশে বরগুনা জেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৯′৩″ উত্তর ৯০°৭′৩৫″ পূর্বস্থানাঙ্ক: ২২°৯′৩″ উত্তর ৯০°৭′৩৫″ পূর্ব | OSM মানচিত্র উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশ বাংলাদেশ
বিভাগ বরিশাল বিভাগ
আয়তন
• মোট ১৯৩৯.৩৯ কিমি২ (৭৪৮.৮০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
• মোট ৯,২৭,৮৯০
• ঘনত্ব ৪৮০/কিমি২ (১২০০/বর্গমাইল)
স্বাক্ষরতার হার
• মোট ৫৭.৬০ %
সময় অঞ্চল বিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড ১০ ০৪
ওয়েবসাইট প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
বরগুনা জেলা বাংলাদেশের দক্ষিনাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর-এর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা।
পরিচ্ছেদসমূহ
১ ভৌগোলিক সীমানা
২ প্রশাসনিক এলাকাসমূহ
৩ ইতিহাস
৪ অর্থনীতি
৫ চিত্তাকর্ষক স্থান
৬ তথ্যসুত্র
৭ বহিঃসংযোগ
ভৌগোলিক সীমানা
বরগুনা দক্ষিণাঞ্চলের জেলা। এর দক্ষিণে পটুয়াখালী ও বঙ্গোপসাগর, উত্তরে ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী; পূর্বে পটুয়াখালী এবং পশ্চিমে পিরোজপুর ও বাগেরহাট।
জেলা সদরে বরগুনা শহর। একটি পৌরসভা। ৯ ওয়ার্ড ও ১৮ মহল্লা।
প্রশাসনিক এলাকাসমূহ
বরগুনা জেলার উপজেলা গুলি হল -
বরগুনা সদর উপজেলা
আমতলী উপজেলা
পাথরঘাটা উপজেলা
বেতাগি উপজেলা
বামনা উপজেলা
তালতলী উপজেলা
ইতিহাস
১৯৬৯ সালে বরগুনা পটুয়াখালী জেলার অধীনে একটি মহকুমা হয় । ১৯৮৪ সালে দেশের প্রায় সকল মহকুমাকে জেলায় উন্নীত করা হলে বরগুনা জেলায় পরিণত হয়।
অর্থনীতি
বরগুনা এর অর্থনীতি কৃষিনির্ভর। প্রধান শস্য ধান ও বিভিন্ন ধরনের ডাল। একসময় পাট চাষ হত, কিন্তু তা অর্থকারী ফসল হিসেবে জনপ্রিয়তা হারিয়ে ফেলে। উপকূলবর্তী জেলা হওয়ায়, বরগুনার অনেকেই জেলের কাজ করে।
চিত্তাকর্ষক স্থান
বেতাগীতে বিবিচিনি মসজিদ (মোঘল আমলে স্হাপিত। ধারনা করা হয় চিনি বিবির নামে এলাকার নামকরন করা হয় বিবি চিনি। স্হানীয় পার্যায়ে আলোচনা আছে ঢাকার লালবাগের কেল্লায় শায়িত পরী বিবির বোন তিনি।)
তালতলীর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ একাডেমী।
পাথরঘাটার হড়িণঘাটার লালদিয়া সমুদ্রসৈকত।