ব্যাপক আয়োজনে পাথরঘাটায় স্বাধীনতা দিবস উদযাপন

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৬ মার্চ ২০১৯ | আপডেট: ১০:০৬ পিএম, ২৬ মার্চ ২০১৯

ব্যাপক আয়োজনে পাথরঘাটায় স্বাধীনতা দিবস উদযাপন
পাথরঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে বর্ণিল আয়োজনে।

সকালে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সংরক্ষিত মহিলা আসনে এমপি নাদিরা সুলতানা, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, প্রেসক্লা সহ বিভিন্ন সংগঠনের নেতারা।

পরে পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্যারেড, কুচকাওয়াজ, ডিসপ্লে, ও প্রতিযোগিতা।

এর পরে বেলা ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় প্রীতি ফুটবল খেলা। এছাড়াও সন্ধ্যায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে পাথরঘাটা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুধীজন উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)