মঠবাড়িয়ায় দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার দায়ে বৃদ্ধের ৭ বছরের কারাদন্ড

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১০ এপ্রিল ২০১৯

মঠবাড়িয়ায় দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার দায়ে বৃদ্ধের ৭ বছরের কারাদন্ড
পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার মামলায় নবী হোসেন (৫৩) নামের এক বৃদ্ধকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান জনাকীর্ণ আদালতে রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত নবী হোসেন মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত মফেজ উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানাযায়, ২০১৬ সালের ৩০ জুন বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে স্বামী তার ছোট মেয়েকে নিয়ে টিকিকাটা মাদ্রাসার পার্শ্ববর্তী জামাল ফরাজীর বাড়ীতে দাওয়াত খেতে যায় এবং বড় ছেলে পাশের বাড়ীতে টিভি দেখতে যায়। এসময় আসামী নবী হোসেন ঘরের নারকেল পাতার বেড়া কেটে ভিতরে প্রবেশ করে নামাজরত অবস্থায় ভিকটিম জাকিয়া বেগমকে জাপটে ধরে পরিধেয় কাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূ জাকিয়া নিজেকে রক্ষা করতে পাশে থাকা টেইলারিং কাজের ব্লেড দিয়ে নবী হোসেনের পুরুষাঙ্গে পোচ দিয়ে রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় দুই সন্তানের জননী জাকিয়া বেগম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন। মামলা নং-২১৯/১৬, তারিখ-৩০/০৬/২০১৬ইং। রাষ্ট্র পক্ষে অ্যাড. আ. রাজ্জাক খান বাদশা এবং আসামী পক্ষে অ্যাড. ফজলুল হক মামলাটি পরিচালনা করেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)