ঝালকাঠিতে নিষিদ্ধ পলিথিন উদ্ধার, জরিমানা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৯ মে ২০১৯

লিথিন উদ্ধার, জরিমানাঝালকাঠি শহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ১০ বস্তা পলিথিন উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন মজুদ রাখার অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রাজ্জাক মিয়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ মে) দুপুরে পৌর শহরের কামারপট্টি এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে পলিথিনগুলো উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক জানান, পৌর শহরের কামারপট্টি এলাকায় ব্যবসায়ী রাজ্জাক মিয়ার গোডাউনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ১০ বস্তা পলিথিন উদ্ধার করা হয়। ধারণা করা হয়েছে, বস্তাগুলোতে মোট আড়াইশ কেজি পলিথিন রয়েছে।

পরে পলিথিন মজুদ রাখার অপরাধে রাজ্জাক মিয়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)