প্রধানমন্ত্রীকে দেখতে ঝালকাঠি থেকে পালিয়ে খুলনায়

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:২৮ পিএম, ১১ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রীকে দেখতে যাওয়া সানিঅনলাইন ডেস্কঃ
মো. সানি (১১)। ঝালকাঠি জেলার রাজাপুর থানার আঙ্গারিয়া গ্রামের মো. বাছেত মোল্লার ছেলে। বাড়ির কাউকে না বলে গত ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে খুলনায় আসে সে। এর পর সে আর পথ চিনে বাড়ি ফিরে যেতে পারেনি।

প্রধানমন্ত্রীর জনসভা শেষ হলে গন্তব্যহীন সানি একটি বাসে উঠে প্রথমে বাগেরহাট, এরপর ভাঙা ভাঙা পথে বাসে একপর্যায় শরণখোলায় চলে আসে। শেষ পর্যন্ত তার ঠাঁই হয় শরণখোলা থানায়। সেখানে ৮ দিন পুলিশের সাথে থাকা, খাওয়া, ওঠাবসা চলে তার। পরে পুলিশ ঠিকানা খুঁজে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে সানিকে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, শিশুটি পালিয়ে প্রধানমন্ত্রীকে দেখতে খুলনায় এসেছিল। পরে সে পথ ভুলে শরণখোলায় চলে আসে। ৮ দিন সে পুলিশের সাথেই ছিলো। রোববার বিকেলে তাকে তার দাদি নূরজাহান বেগম ও চাচা রুস্তম আলীর কাছে তুলে দেয়া হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১১ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)