মঠবাড়িয়ায় জালিয়াতি করে মাদ্রাসা সুপার নিয়োগের অভিযোগ!

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯

মঠবাড়িয়ায় জালিয়াতি করে মাদ্রাসা সুপার নিয়োগের অভিযোগ! / এই ছবিটি প্রতিকীমঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় কাকড়াবুনিয়া দাখিল দাখিল মাদ্রাসার এক কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি করে ভূয়া অভিজ্ঞতাপত্র দিয়ে উপজেলার ছালেহিয়া পশ্চিম ছোটমাছুয়া দাখিল মাদ্রাসায় সুপার পদে নিয়োগের অভিযোগ ওঠছে। সুপার পদে নিয়োগ পেয়ে ওই সুপার সরকারের কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছে বলে ওই অভিযোগে বলা হয়।

এ ব্যাপারে মঠবাড়িয়া টিকিকাটা আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসার সহকারী মৌলভী আঃ হালিম জাল জালিয়াতির মাধ্যমে সুপার নিয়োগ নিয়ে সরকারী টাকা অত্মসাতের অভিযোগ এনে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাকড়াবুনিয়া দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক মনিরুল ইসলাম যার (ইনডেক্্র নং-৪৭২৩৫৩) বিগত ১৯৯৬ সালের ডিসেম্বর মাসের ০৪ তারিখ কম্পিউটার শিক্ষক পদে নিয়োগ লাভ করে। ওই পদে কর্মরত থাকাকালীন মনিরুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাদ্রাসা সুপারের সহযোগীতায় বিধি বহির্ভূত ভাবে জালিয়াতির মাধ্যমে সহকারী মৌলভীর ভুয়া অভিজ্ঞতা সনদ তৈরী করে । ওই জাল সনদ দিয়ে গত ২০১৪ সালের মে মাসের ০১ তারিখ উপজেলার ছালেহিয়া পশ্চিম ছোটমাছুয়া দাখিল মাদ্রাসায় সুপারের শূণ্যপদে নিয়োগ নেয়। সংশ্লিষ্ট কাকড়াবুনিয়া দাখিল মাদ্রাসায় তিনজন সহকারী মৌলভী কর্মরত থাকায় কম্পিউটার শিক্ষক মনিরুলকে সহকারী মৌলভী হিসেবে নিয়োগ দেয়ার সুযোগ না থাকলেও নিয়ম বহির্ভূতভাবে ওই অভিজ্ঞতা পত্র নিয়ে সে মাদ্রাসার সুপার পদে যোগদান করে। ছালেহিয়া পশ্চিম ছোট মাছুয়া দাখিল মাদ্রাসায় সুপার পদে নিয়োগ নিয়ে মনিরুল ইসলাম গত ছয় বছরে বছরে সরকারের কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত ছালেহিয়া পশ্চিম ছোট মাছুয়া দাখিল মাদ্রাসার সুপার মনিরুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার বলেন, আমার প্রতিপক্ষ সহকারী মৌলভী আঃ হালিমসহ ৪জন শিক্ষক একই অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করলেও আাদালত তা ডিসমিস করে দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ অভিযোগের পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন. উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)