জেলা পূজা পরিষদের দিক নির্দেশনা পাথরঘাটায় পূজা উদযাপন পরিষদের অভিষেক অনুষ্ঠিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯

পূজা উদযাপন পরিষদের অভিষেকবরগুনার পাথরঘাটায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাথরঘাটা শাখার উদ্যোগে এক অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পাথরঘাটা সার্বজনীন কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরে এ অনুষ্ঠানের শুভ সুচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শুখরঞ্জন শীল, বিশেষ অতিথি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন দাদু, পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক ইন্দ্রজীত কর্মকার খোকন, বামনা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু কৃষ্ণ কর্মকার (শিক্ষক), বামনা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বাবু মানিক কুমার পংকজ, বামনা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু অঞ্জন চ্যাটার্জী (শিক্ষক), সাংবাদিক খোকন কর্মকার, সাংবাদিক জয় বিশ্বাস, পাথরঘাটা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু শৈলেন্দ্রনাথ রায়, পাথরঘাটা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি স্বপন কুমার হাওলাদার, প্রধান শিক্ষক বাবু উৎপল কুমার মিন্টু, পাথরঘাটা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বাবু অমল শংকর রায়, পাথরঘাটা সদর ইউনিয়ন সভাপতি বাবুল রায়, আরতি রায় (শিক্ষিকা), শিল্পী কর্মকার, সার্বজনীন কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের দূর্গা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু কৃষ্ণ সাহা,পাথরঘাটা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বাবু বাসুদেব শীল এবং উপজেলার প্রতিটি মন্দিরের সভাপতি ও সম্পাদক সহ আরও অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি বাবু অরুন কর্মকার। দুপুরে মধান্ন ভোজের মধ্যদিয়ে বেলা ৩ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসময় হুমায়ুন কবির বলেন, হিন্দুদের সাথে হিন্দুদের কোন বিরোধ থাক এটা আমি চাইনা। আপনারা মিলে মিশে ধর্মীয় উৎসব পালন করবেন। আপনাদের অনুষ্ঠানে যাতে কেউ বিগ্ন ঘটাতে না পারে তার জন্য আমরা সকল ব্যাবস্থা করব।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)