মঠবাড়িয়ায় ডেঙ্গুতে রিকশাচালকের মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১৭ অক্টোবর ২০১৯

মঠবাড়িয়ায় ডেঙ্গুতে রিকশাচালকের মৃত্যুপিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাবুল হাওলাদার (৩৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবুল হাওলাদার উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাবুল হাওলাদার গত রোববার জ্বরে আক্রান্ত হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে। তাকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা সুস্থ্য হয়ে তিনি বুধবার বাড়ি চলে যান। ওই দিন রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসাপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাবুল হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)