নারায়ণগঞ্জ থেকে পাথরঘাটায় আসার কারণ জানায় ক্ষিপ্ত হওয়া সেই ব্যক্তিই করোনা আক্রান্ত

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৯ পিএম, ২৪ এপ্রিল ২০২০ | আপডেট: ১১:৪১ পিএম, ২৪ এপ্রিল ২০২০

পররাষ্ট্রমন্ত্রীর, করোনাভাইরাস, দাফন, আক্রান্ত
নারায়ণগঞ্জ থেকে পাথরঘাটায় আসার কারণ জানায় ক্ষিপ্ত হওয়া সেই ব্যক্তিই করোনা আক্রান্ত

নারায়ণগঞ্জ থেকে পাথরঘাটায় আসার কারণ জানায় ক্ষিপ্ত হয়ে অন্যের মাথা ফাটিয়ে দেয়া সেই ব্যক্তিই করোনায় আক্রান্ত হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশনে ভর্তি করা হয়েছে। পাথরঘাটা উপজেলায় দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অপরজন বরগুনায় চিকিৎসাধীন রয়েছেন।

পাথরঘাটা থানা পুলিশ সুত্রে জানা যায়, দুজনের মধ্যে একজন নারায়ণগঞ্জ থেকে শুক্রবার (১৭ এপ্রিল) পাথরঘাটায় আসেন। পরদিন শনিবার (১৮ এপ্রিল) সকালে ওই ব্যক্তিকে একই বংশের রুহুল নামে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে আসার কারণ জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে রুহুলকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় করোনা আক্রান্ত ওই ব্যক্তি। এতে রুহুলের মাথায় ৬টি সেলাই করা হয়।

ঘটনার দিন উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ তাকে বাড়ি থেকে এনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখে। পরে মঙ্গলবার (২১ এপ্রিল) নমুনা পাঠানো হলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তার করোনা পজিটিভ আসে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)