পাথরঘাটায় স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্নহত্যা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:৪৯ এএম, ২৫ অক্টোবর ২০২০ | আপডেট: ০১:৫০ পিএম, ২৫ অক্টোবর ২০২০

এই ছবিটি প্রতিকীবরগুনার পাথরঘাটায় স্বামীর সাথে অভিমান করে মনি বেগম (৩০) নামের এক গৃহবধূর কীটনাশক পানে অত্নহত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ভোর ৬টার দিকে কাকচিড়া ইউনিয়নের একই গ্রামের স্বামীর বাড়িতে কীটনাশক পান করে আত্নহত্যার চেস্টা করে।

মনি বেগম একই এলাকার সোহেল হাওলাদারের স্ত্রী।

থানা সূত্রে জানাগেছে, মনি বেগম তার স্বামী সোহেল হাওলাদারের সাথে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মনি বেগমকে স্বামী ঢাকা কিছুদিন পরে যাওয়ার কথা বললে তিনি তার সাথে অভিমান করে ঘরে রাখা কীটনাশক পান করে আত্নহত্যার চেস্টা করে। পরে তারা উদ্ধার করে বরগুনা জেলারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যারত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও পাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাবুদ্দিন জানান, বরিশাল হাসপাতাল থেকে আমাকে ফোনে জানানো হয়েছে। সেখানেই তার ময়না তদন্ত হবে। তবে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)