পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ | আপডেট: ০৫:৪৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০

ছবিঃ সংগ্রহীতবরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় রিয়াজ (২৭) নামের এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‌ আমতলী পুরা কাটা ফেরি ঘাটে তারে দুর্ঘটনা হয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে আমতলীর পুরাঘাটা এলাকায় মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়।

রিয়াজ উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা এলাকার মো. আব্দুল হাকিম এর ছেলে। সে দীর্ঘ দিন ধরে পাথরঘাটা এলাকায় ভাড়ায় মটর সাইকেল চালাতো।

স্থানীয়রা জানান, রিয়াজ বিকেলে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা হলে কাকচিড়ার বাইনচটকি এলাকা সড়কে বিপরিত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি
সংঘর্ষে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়ে। সেখানে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার
জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে রিয়াজের মৃত্যু হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, এরকম একটি সড়ক দুর্ঘটনার কথা সুনেছি। তাকে আহত অবস্থায় বরিশাল নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার মৃত্যু হয়। বরিশালেই ময়না তদন্ত হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)