আজ মধ্য রাত থেকে বহিরাগতদের পৌরশহর ত্যাগের নির্দেশ (ইউএনও) সাবরিনা সুলতানার

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৪ পিএম, ২৮ জানুয়ারী ২০২১ | আপডেট: ১১:০৫ পিএম, ২৮ জানুয়ারী ২০২১

আজ মধ্য রাত থেকে বহিরাগতদের পৌরশহর ত্যাগের নির্দেশ (ইউএনও) সাবরিনা সুলতানার  আগামী ৩০ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে পাথরঘাটা পৌরসভা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পাথরঘাটা পৌরসভা সকল ভোটারদেরকে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাবরিনা সুলতানা।  পাথরঘাটা পৌরসভা নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে পৌরসভার বাসিন্দা নয় অথবা ভোটার নয় এমন বহিরাগত ব্যক্তিদেরকে আজ রাত বারোটার মধ্যে পাথরঘাটা পৌরসভা ত্যাগ করার জন্য নির্দেশ দেন তিনি।  পাথরঘাটা উপজেলা নির্বাহি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাবরিনা সুলতানা কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।  বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় রাত বারোটার পরে পাথরঘাটা পৌর শহরে কোন বহিরাগত ব্যক্তিকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।  তিনি আরো জানান, পাথরঘাটা পৌরসভা এলাকায় র্যাব বিজিবি, কোস্টগার্ডসহ সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)