নদীতে ঝাঁপদিয়ে প্রানে বেঁচে যাওয়া পাথরঘাটার সাংবাদিক কন্যা পেয়েছে জিপিএ-৫

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ৩১ ডিসেম্বর ২০২১

ফাইল ছবিগত ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের সময় ভাই ও মায়ের সঙ্গে নদীতে ঝাঁপদিয়ে প্রানে বেঁচে যাওয়া সাংবাদিক বিনয় ভূষন কর্মকার খোকনের কন্যা দেবস্মিতা এবারের এস এসসি পরিক্ষায় জিপিএ- ৫ পেয়েছে।

দেবস্মিতা বৃষ্টি বরগুনা পাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল একাডেমীর নিয়মিত ছাত্রি ছিল।

রেজিট্রশন নম্বর-১৮১৫৭৬৫২৬৫, রোলনং-১০৮৪৪৫।

বৃষ্টির সাথে আলাপকালে জানান, বিশ্ব শ্রষ্টার নিকট প্রার্থনা জানাই আমাকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য। একাডেমীর স্যারদের প্রতি কৃতজ্ঞ।

বৃষ্টি সকলের দোয়া প্রার্থী, মানুষেরমতো মানুষ হতে চায়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)