পাথরঘাটায় ২০ জাটকা ও অবৈধ জাল জব্দ

asraful islam
asraful islam,
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৪ জানুয়ারী ২০২২

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় জাটকা নিধন অভিযানে বিপুল পরিমাণ জাটকা ইলিশ ও অবৈধ জাল জব্দ করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।


শুক্রবার সকাল ৯টার দিকে দেশের বৃহত্তর মৎস্য বন্দর পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে জাটকা বিক্রির জন্য নিয়ে আসার সময় কোস্টগার্ডের অভিযান পরিচালনা করলে এগুলো জব্দ করে তারা।


কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম এম হারুনের জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিষখালি-বলেশ্বর নদীর বারানি খালে অবস্থানকালে একটি মাছ ধারর ট্রলার হতে ২০মন জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য প্রতিনিধি জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ হরা হয়, এবং ট্রলারটি মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)