পাথরঘাটায় বিএফডিসি কর্মকর্তার দুনীতির বিরুদ্ধে মানববন্ধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২১ এপ্রিল ২০২২

ছবিঃ পাথরঘাটা নিউজদেশের বৃঘত্তম মৎস্য আবতরন কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএডিসি মৎস্য ঘাটের কর্মকর্তা মো. লুৎফুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এনে মানববন্ধন করেছেন মৎস্য আড়ৎদার, পাইকার, ঘাট শ্রমিক ইউনিয়ন, ট্রলার মালিক ও মাঝি সমিতি।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার সময় বিএফডিসি ঘাটের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

এদিকে লুৎফুর রহমানসহ তার সকল কর্মকর্তা ও কর্মচারীরা পাল্টা অভিযোগ করেন আড়ৎদারদের বিরুদ্ধে। তারা বলেন, আড়ৎদার সমিতির সভাপতির কাছে প্রায় ৪লাখ টাকা রাজস্ব বাকি আছে। তাকেসহ অন্য আড়ৎদারদের কাছে রাজস্ব আদায় করতে গেলেই তাদের কাছে বিভিন্ন রকমের হয়রানীর শিকার হতে হয় আমাদের।

বিএফডিসি আড়ৎার সমিতির সভাপতির জাহাঙ্গীর জোমাদ্দারের সভাপতিত্ব মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, মাঝি সমিতির সভাপতি আব্দুল মন্নান মিয়া, পাইকার সমিতির সভাপতি সাফায়েত হোসেন, ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বৃহত্তম মৎস্য কেন্দ্র হিসেবেই আমাদের বিএফডিসি পরিচিত। এই বিএফডিসি ধ্বংশ করার জন্য ম্যানেজার লুৎফুর রহমান পায়তারা করছেন। তার বাড়ি তালতলী হওয়ায় সেখানে অন্য একটি বিএফডিসি করার জন্য ইতমধ্যে একটি মৎস্য ঘাট চালু করেছেন। আমাদের এখানের ঘাট থেকে পন্টুন রাতের আধারে চুরি করে নেয়ার সময় ধরে রক্ষা করেছি। তাছারা আমাদের আড়ৎদারদের যে পরিমান রাজস্ব আসে তার চেয়ে বেশী তারা নিয়ে নেয়। আমরা এর প্রতিকার চাই।

পাথরঘাটা বিএফডিসি ম্যানেজার মো. লুৎফুর রহমান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা যখনই সরকারী রাজস্ব তোলার জন্য যাবো তখনই তারা বিভিন্ন রকমের মিথ্যা অভিযোগ তুলে ধরেন। এগুলোর কোন ভিত্তি নাই। এগুলো সব মিথ্যা।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)