বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দোহারো কন্যাদের সংবর্ধনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১২ এপ্রিল ২০১৮

সংবর্ধনাবঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শৈলকুপার দোহারো কন্যাদের ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার অফিসের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ডিএসবি শাখার ওসি মীর শরিফুল হক, ডিবি ওসি জাহাঙ্গীর আলম, শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন, দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।

জেলা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন শৈলকুপা দোহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খোলায়াড় মেয়েদের ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

গত ২৮ মার্চ মিরপুর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে টাইব্রেকারে ঝিনাইদহ শৈলকুপা দোহারো সরকারি প্রথমিক বিদ্যালয় ৫-৪ গোলে ময়মনসিংহের নন্দাইলের পাঁচরাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে।

মূল পর্বের লড়াই ১-১ গোলে ড্র ছিল। শেষে টাইব্রেকারে বালিকা বিভাগে শিরোপা জেতে ঝিনাইদহের শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১২ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)