শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার নির্দেশ কোনো ভালো লক্ষণ নয়ঃহুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৭ এএম, ১৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৬:০৭ এএম, ১৪ এপ্রিল ২০১৮

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
নিউজ ডেস্কঃ দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ১লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা উদযাপনের নির্দেশনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ শতকরা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ। এ দেশে স্কুল মাদরাসা নির্বিশেষে সকল প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা উদযাপনের নির্দেশ দেয়া হয়েছে। এটা কিসের আলামত? নিঃসন্দেহে এটা কোনো ভালো লক্ষণ নয়। এ নির্দেশনা দেশের সংখ্যাগরিষ্ট মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ নির্দেশনা বাতিল করা উচিত। খতিয়ে দেখা উচিত কারা এমন নির্দেশনা দিয়ে সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কে দেয়ার চক্রান্তে লিপ্ত। তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রা ইসলাম ধর্ম বিরোধী। এ ধরণের কোনো আয়োজন ইসলামের প্রকৃত আদর্শে বিশ্বাসী কোনো মুসলমান করতে পারে না। তিনি ১লা বৈশাখে সব ধরণের অপসংস্কৃতি ও বেহায়াপনা থেকে বেঁচে থাকতে সকলের প্রতি উদাত্ত আহবানও জানিয়েছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)