যে সব চ্যানেলে দেখাবে বাংলাদেশ-আফগান সিরিজ

পি এন
পি এন, ক্রীড়া-প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ২ জুন ২০১৮

বাংলাদেশ-আফগান সিরিজ
দীর্ঘ দুই মাস পর আবারও মাঠে নামছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের দেরাদুনে অবস্থান করছে বাংলাদেশ দল।

উত্তরাখণ্ডের রাজীব গান্ধী স্টেডিয়ামেই হবে সিরিজের সবকটি ম্যাচ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে।
এই সিরিজের সবকটি ম্যাচ দেখা যাবে বেসরকারী টেলেভিশন গাজী টিভিতে (জিটিভি)। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা যাবে ম্যাচগুলো।

ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপে সরাসরি সম্প্রচার করবে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস ও হটস্টার। পাকিস্তানে দেখা যাবে তাদের নিজস্ব চ্যানেলে পিটিভি স্পোর্টসে। নিউজিল্যান্ডে ম্যাচগুলো দেখাবে স্কাই স্পোর্টস এনজে চ্যানেল।

এদিকে যুক্তরাষ্ট্রে দেখা যাবে উইলো টিভিতে। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরজটির সব ম্যাচ দেখাবে সুপার স্পোর্টস। যুক্তরাজ্যে স্কাই স্পোর্টস ক্রিকেট আর অস্ট্রেলিয়াতে সম্প্রচার করবে ফক্স স্পোর্টস।

এছাড়া কানাডাতে দেখা যাবে এটিএন ক্রিকেট প্লাস চ্যানেলে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজে দেখা যাবে ইএসপিএন ক্যারিবিয়ান চ্যানেলে।

এরইমধ্যে গতকাল বৃহস্পতিবার আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এতে সাকিব আল হাসান নেতৃত্বাধীন দলটি হেরে যায় ৮ উইকেটের ব্যবধানে।

আগামীকাল রোববার শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৫ ও ৭ তারিখে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)