পাথরঘাটায় প্রকৌশলীর হাতে হিসাব রক্ষক লাঞ্চিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৮ জুলাই ২০১৮

এই ছবিটি প্রতীকিবরগুনার পাথরঘাটায় কাজে অবহেলার কারনে বরগুনার পাথরঘাটায় এলজিইডি প্রকৌশলী ও একই অফিসের হিসাব রক্ষকের মধ্যে জুতা নিক্ষেপ করে লাঞ্চিতের ঘটনা ঘটেছে।

মঙ্গবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অফিসের মধ্যে এ ঘটনা ঘটে। এঘটনায় হিসাব রক্ষক নারায়ন চন্দ্র দে ঘটনার সত্যতা স্বীকার করেন।

নারায়ন চন্দ্র দে অভিযোগ করে পাথরঘাটা নিউজকে জানান, ২০১৬-২০১৭ অর্থ বছরের সমাপ্ত কাজের একটি প্রত্যয়ন পত্রে উপজেলা চেয়াম্যানের স্বাক্ষর না থাকায় এলজিইডি প্রকৌশলী আজিজুর রহমান তাকে অফিসে ডেকে এনে মঙ্গলবার রাতে গালমনাদ করে এবং জুতা হাতে নিয়ে পিটানোর জন্য উদ্ব্যত হন। পরে উত্যেজিত হয়ে তার পায়ের জুতো খুলে তার দিকে ছুরে মারেন। বিষয়টি নিয়ে অফিসের কর্মচারিদের মধ্যে ক্ষোভের সৃস্টি হয়। বুধবার দুপুরে প্রকৌশলী আজিজুর রহমান গিয়ে তালাবদ্ধ দেখা যায়।

অভিযুক্ত পাথরঘাটা এলজিইডি প্রকৌশলী আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে মুঠোফোনে পাথরঘাটা নিউজকে জানান, ও একটা বেয়াদপ, আমাকে মারার পর আমি তাকে মেরেছি।

এব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির পাথরঘাটা নিউজকে জানান, আমি এ ব্যাপারে কিছু জানিনা।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)