পাথরঘাটায় আনসার ভিডিপির গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২২ জুলাই ২০১৮ | আপডেট: ০২:৩৩ পিএম, ২২ জুলাই ২০১৮

আনসার ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালা
“শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্রই আমরা” এই স্লোগানের মধ্য দিয়ে পাথরঘাটা উপজেলার ৩ চরদুয়ানী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ১০ দিনব্যাপী আনসার ও ভিডিপির গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ আজ ২২ জুলাই রবিবার সকাল ১০ ঘটিকায় শুরু হয়েছে, চলবে আগামী ২ আগস্ট পর্যন্ত।
চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া, তাফালবাড়িয়া, মঠেরখাল ও ছোট টেংরা গ্রামের ৩২ জন পুরুষের পাশাপাশি ৩২ নারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। এই প্রশিক্ষণের জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগনের পাশাপাশি উপজেলা আনসার ও ভিডিপি দলনেতা ও দলনেত্রীরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিবেন বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কাজী তোহা মোহাম্মদ জিয়া।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)