আর্জেন্টিনা দলে ফিরলেন হিগুয়াইন

আবু জর রফি
আবু জর রফি, সাব-এডিটর
প্রকাশিত: ১০:২৩ এএম, ৩ মার্চ ২০১৮ | আপডেট: ১০:২৫ এএম, ৩ মার্চ ২০১৮

হিগুইন
অনলাইন ডেস্কঃ আর্জেন্টিনা দলে ফিরলেন তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। চলতি মাসে ইতালি ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা। বৃহস্পতিবার এজন্য দল ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে গোড়ালির চোটের কারণে এখন মাঠের বাইরে রয়েছেন হিগুয়াইন। আগামী সপ্তাহে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে টটেনহ্যামের বিপক্ষে জুভেন্টাসের গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে নিয়ে সংশয় রয়েছে। অবশ্য দুটি প্রীতি ম্যাচের আগেই তার সুস্থতার ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। প্রীতি ম্যাচে ২৩ মার্চ ইতালি ও ২৭শে মার্চ স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গত সেপ্টেম্বরের পর প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন গঞ্জালো হিগুয়াইন। চলতি ইতালিয়ান সিরি আ’ ফুটবল আসরে ১৪ গোল পেয়েছেন তিনি। তবে হিগুয়াইনের ক্লাব সতীর্থ পাওলো দিবালা জায়গা পাননি এই দলে। বাদ পড়েছেন ইন্টার মিলান অধিনায়ক মাউরো ইকার্দিও। তবে দলে ফিরেছেন সার্জিও আগুয়েরো। চলতি ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানসিটির হয়ে ২১ গোলের কৃতিত্ব এ আর্জেন্টাইন স্ট্রাইকারের। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে হারের স্মৃতি আর্জেন্টাইনদের। গত বছর নভেম্বরে রাশিয়া বিশ্বকাপের অন্যতম ভেন্যু কাসোন্দরে প্রীতি ম্যাচে নাইজেরিয়ার কাছে ৪-২ গোলে হার দেখে আর্জেন্টিনা। ২০১৮’র বিশ্বকাপে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার সঙ্গে ‘ডি’ গ্রপে রয়েছে তারা। আসরে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৬ই জুন আইসল্যান্ডের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওই ম্যাচের ২৭ ও ৩৬তম মিনিটে এভার বানেগা ও সার্জিও আগুয়েরোর গোলে পরিষ্কার ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে পরে গুনে গুনে চার গোল হজম করে তারা।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক:

সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুজমান (টাইগারস), উইলি কাবায়েরো (চেলসি)।

ডিফেন্ডার:

মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), রামিরো ফিউনেস মোরি (এভারটন), ফেদেরিকো ফাজিও (রোমা), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন), এদোয়ার্দো সারভিও (বেনফিকা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), গ্যাব্রিয়েল মারসাদো (সেভিয়া)। মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (চায়না হেবেই ফরচুন), লিয়ান্দ্রো পারিদেস (জেনিত সেইন্ট পিটার্সবার্গ), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), জিওভানি লো সেলসো (প্যারিস সেইন্ট জার্মেই), লুকাস বিলিয়া (এসি মিলান), এভার বানেগা (সেভিয়া), অ্যাঙ্গেল ডি মারিয়া (প্যারিস সেইন্ট জার্মেই)।

ফরোয়ার্ড:

গঞ্জালো হিগুয়াইন (জুভেন্টাস), লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), দিয়েগো পেরোত্তি (রোমা)।

পাথরঘাটা নিউজ/এজেআর/৩ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)