ফিরেই অস্ত্রোপচারে ওয়ার্নার

আবু জর রফি
আবু জর রফি, সাব-এডিটর
প্রকাশিত: ১২:৪০ পিএম, ২১ জানুয়ারী ২০১৯

ডেভিড ওয়ার্নার
কনুইয়ের ইনজুরি নিয়ে বিপিএলের মাঝপথে অস্ট্রেলিয়া ফিরে গেছেন বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নার।

এবার সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। সিলেটের বড় ভরসা হয়েই নেমেছেন প্রতিটি ম্যাচে।

ব্যাক টু ব্যাক ফিফটিও আছে তার।

এর পরই বড় ক্ষতির মুখে পড়ে সিলেট সিক্সার্স। স্বদেশে উড়াল দিলেন সাবেক অজি সহঅধিনায়ক।

অস্ট্রেলিয়ার জার্সি এখনও গায়ে চড়েনি ডেভিড ওয়ার্নারের। কেননা বল টেম্পারিংকাণ্ডে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়নি এখনও।

৩০ মে থেকে শুরু ক্রিকেটের সেরা আসর বিশ্বকাপ। সেদিকেই লক্ষ্য ডেভিড ওয়ার্নারের।

তাই বিপিএল থেকে দেশে ফিরেই আর দেরি করতে চাইছেন না অস্ট্রেলিয়ান এ মারকুটে ব্যাটসম্যান।

মঙ্গলবার কনুয়ের চোট নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছেন ওয়ার্নার। আর ওই দিনই তার অস্ত্রোপচার হবে বলে ধারণা করা হচ্ছে।

যত দ্রুত সেরে ওঠা যায়, সেদিকেই লক্ষ্য ওয়ার্নারের। ওয়ার্নারের ফিরে আসার দিকেও তাকিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কেননা সফরকারী ভারতের বিপক্ষে সিরিজে নাস্তানাবুদ হয়েছেন অজিরা।

অস্ট্রেলিয়ার আপাতত দুই নিষিদ্ধ খেলোয়াড় ওয়ার্নার আর স্টিভেন স্মিথ এবার প্রথমবারের মতো খেলতে এসেছিলেন বিপিএলে।

স্মিথকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে মাত্র দুই ম্যাচ খেলে চোট নিয়ে দেশে ফেরেন তিনি।

তবে সিলেট সিক্সার্সের হয়ে ওয়ার্নার সাতটি ম্যাচে খেলেছেন। এর মধ্যে তিনটিতেই ফিফটি রয়েছে তার।

এই দুজনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ২৯ মার্চ।
দুবাইয়ের মাঠে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজে মাঠে ফেরার কথা ছিল দুজনের।

তবে চোটের কারণে সেই ফেরা হয়তো আরও পিছিয়ে গেল।
এবার পাকিস্তান নয় বিশ্বকাপের দিকেই তাকিয়ে ওয়ার্নার ও স্মিথ।

পথ চেয়ে আছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও।
পাথরঘাটা নিউজ/এজেআর/ ২১ জানুয়ারি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)