পিরোজপুর-৩ মঠবাড়িয়ার সাংসদ ডাঃ রুস্তুম আলী ফরাজী সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:৩৩ এএম, ১১ ফেব্রুয়ারী ২০১৯ | আপডেট: ১২:৩৭ এএম, ১১ ফেব্রুয়ারী ২০১৯

---
পিরোজপুর -৩ মঠবাড়িয়া একক আসনের ডা. রুস্তুম আলী ফরাজি  সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে। এর আগে তিনি গত ১০ম সংসদে ওই কমিটির সদস্য ছিলেন।

আজ রোববার সংসদে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কার্যপ্রনালী বিধির ২৪৬ ধারা মতে কমিটি গঠনের প্রস্তাব করলে তা ধ্বণী ভোটে পাস হয়ে যায়। সংসদের কার্যউপদেষ্টা কমিটিসহ এ পর্যন্ত মোট ৩৪টি কমিটি গঠিত হলো।

এতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. রুস্তম আলী ফরাজীকে সভাপতি করে গঠন করা হয়েছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এই কমিটির সদস্যরা হলেন— ড. মহীউদ্দিন খান আলমগীর, আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ আবদুস শহীদ, আফছারুল আমীন, শহীদুজ্জামান সরকার, র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, সালমান ফজলুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জহিরুল হক ভূইয়া মোহন, মঞ্জুর হোসেন, মোস্তফা লুৎফুল্লাহ ও আসাদুল ইসলাম টিটো।

বাংলাদেশের সরকারি আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতি রোধে ডাঃরুস্তুম আলী ফরাজীকে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মঠবাড়িয়াবাসি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)