পাথরঘাটায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:৫৩ এএম, ২১ ফেব্রুয়ারী ২০১৯ | আপডেট: ০৮:৪১ পিএম, ২২ ফেব্রুয়ারী ২০১৯

পাথরঘাটায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনবিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পাথরঘাটা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পাথরঘাটার সর্বস্থরের মানুষ।

রাত ১২টা ১টি মিনিটে প্রথমে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং এর পরপরই অনান্য লোকজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২১ ফেব্রুয়ারি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)