আকস্মিক ঝড়ে মাছ ধরার ১৫ ট্রলার ডুবি : ১ট্রলার সহ নিখোঁজ ৪

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৫ ফেব্রুয়ারী ২০১৯

আকস্মিক ঝড়ে মাছ ধরার ১৫ ট্রলার ডুবি : ১ট্রলার সহ নিখোঁজ ৪
বরগুনার তালতলী উপজেলার তেতুল বাড়ীয়া সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় পায়রা নদীতে ডুবে গেছে ১৫টি মাছ ধরার ছোট বড় ট্রলার। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকা বাসী ২ জনকে জীবিত উদ্ধার করেছে এবং এখনো নিখোঁজ রয়েছে তেতুলবাড়ীয়ার একই পরিবারের ৪ জন। এরা হল তেতুলবাড়ীয়ার ছালাম মাঝী (৫৫) ও তার দুই পুত্র জয়নাল (২২) আয়নাল (২০) ও তার জামাতা সোলায়মান (২৮)। জানা যায়, আজ সোমবার ভোররাতে ট্রলার গুলো আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে মোট ২০ জন মাঝি মাল্লা পায়রা নদীতে ডুবে যায়। খবর পেয়ে এলাকা বাসী ট্রলার নিয়ে ডুবন্ত ট্রলার গুলো টেনে কূলে নিয়ে আসে। এলাকাবাসীরা অভিযোগ করে বলেন সকিনা বিটের কোস্টগার্ডদের বারবার বলা সত্যেও তারা ঘটনাস্থলে আসে দুপুর ১২টায়। তালতলী মৎস্য শিকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলম মেম্বর জানান, এখন পর্যন্ত ১৫টি ট্রলার ডুবে যাওয়ার খবর জানি এবং একই পরিবারের ৪জন জেলে নিখেজ রয়েছে। এ বিষয়ে কোস্ট গার্ড ভোলা অফিস থেকে লেঃ কর্নেল নুর জামাল মুঠোফোনে জানান সকাল থেকে আমাদের সকল কোস্টগার্ড নদীতে আছে। ঘটনার সত্যতা নিশ্চিত করলেও নিখোঁজ ও উদ্ধারের সঠিক তথ্য তাৎক্ষনিক জানাতে পারেনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)