মঠবাড়িয়ায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে বখাটের কারাদণ্ড

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২০ মার্চ ২০১৯

আটক বখাটে হাসানপিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে হাসান হাওলাদার নামে এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিনগত রাতে নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত বখাটে হাসান উপজেলার উত্তর মিরুখালী গ্রামের মৃত ইকবাল হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়া থানার উপপরিদর্শক তছলিমুর রহমান জানান, উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটে হাসান উত্ত্যক্ত করে।

এ সময় মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বখাটে হাসানকে হাতেনাতে আটক করে। পরে জনতা পুলিশে খবর দিলে পুলিশ ওই বখাটেকে আটক করে।

আটকৃত বখাটে হাসানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সে অপরাধ স্বীকার করলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

মঠবাড়িয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডিত হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)