প্রস্রাবে জ্বালা-পোড়া হলে কি করবেন ?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০২:২৬ এএম, ৮ মার্চ ২০১৮ | আপডেট: ০২:২৬ এএম, ৮ মার্চ ২০১৮

প্রস্রাবে জ্বালা-পোড়াঃ প্রতীকী ছবি
প্রস্রাব করার সময় কষ্ট হচ্ছে?
অনেক বেগ আসে কিন্তু অল্প পরিমাণে প্রস্রাব হচ্ছে?
প্রস্রাবে অনেক ব্যথা?
সারাদিন ধরে অল্প অল্প তলপেটে ব্যথা হচ্ছে?

আপনি হয়ত ভুগছেন প্রস্রাবে জ্বালা-পোড়া নামক রোগে। সাধারণত এর জন্য দায়ী বিভিন্ন ব্যাকটেরিয়া, তাছাড়া ভাইরাস বা ফাঙ্গাস দিয়েও হতে পারে। পুরুষের থেকে মহিলাদের এই সমস্যা অনেক বেশী হয়। আসুন জেনে নেই কি কারণে হতে পারে এই জ্বালা-পোড়া আর কি তার প্রতিকারঃ

কি কি কারণে প্রস্রাবে জ্বালা-পোড়া হয়ঃ
১) মূত্র থলিতে পাথর হলে,
২) মুত্রথলির ইনফেকশন,
৩) জননাঙ্গ হারপিস ভাইরাস দিয়ে ইনফেকশন হলে,
৪) গনোরিয়া,
৫) কিডনিতে পাথর হলে,
৬) কিডনিতে ইনফেকশন হলে,
৭) মূত্রনালিতে ইনফেকশন হলে,
৮) মূত্রনালি সরু হয়ে গেলে,
৯) ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন,
১০) সাবান শ্যাম্পু ব্যাবহারের কারণে,
১১) মেয়েদের মাসিকের রাস্তায় ইনফেকশন হলে জ্বালা-পোড়া
১২) পুরুষের ক্ষেত্রে টেস্টিসের ইনফেকশনের কারণে।

কি কি লক্ষণ দেখা দিতে পারে:
১) প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালা-পোড়া,
২) ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া,
৩) প্রস্রাব দুর্গন্ধ যুক্ত হওয়া,
৪) প্রস্রাব অনেক সময় লাল রঙের হতে পারে,
৫) জ্বর আসা,
৬) খাবারের রুচি কমে যাওয়া,
৭) বমি বমি ভাব বা বমি হওয়া,
৮) তলপেটে ব্যথা হওয়া,
৯) কোমরের পিছের দিকে ব্যথা হওয়া,

এরকম সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। সাধারণত শারীরিক পরীক্ষার মাধ্যমে বোঝা যায়, তবে ঠিক কি কারণে হচ্ছে তা জানার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, আর তা হলঃ

১) সিবিসি (কোন ইনফেকশন থাকলে তা বোঝা যাবে),
২) ইউরিনারি আরএমই (এর মাধ্যমে প্রস্রাবের সাধারণ বিশিষ্টতা ঠিক আছে কিনা দেখা যায়),
৩) ইউরিনারি কালচার সেন্সিটিভিটি (এই পরীক্ষার মাধ্যমে কোন ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হচ্ছে তা জানা যায়),
৪) এক্স রে অব কেই উ বি রিজিওন

চিকিৎসাঃ পরীক্ষার মাধ্যমে যদি কোন ইনফেকশন ধরা পরে তাহলে ডাক্তার নিচের পরামর্শ গুলো প্রদান করতে পারেনঃ
১) অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স সম্পন্ন করতে হবে,
২) ব্যথার জন্য ব্যথানাশক ঔষধ গ্রহণ করা যাবে,
৩) এছাড়া অন্য সমস্যা থাকলে সেই অনুযায়ী ঔষধ গ্রহণ করতে হবে,
এ এম বি / পাথরঘাটা নিউজ / সুত্রঃ ডক্টোরোলা ডট কম

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)