নকিয়া আনছে ছয় ক্যামেরার ফোন

আকন মোঃ বসির
আকন মোঃ বসির, প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩১ এএম, ২৪ ফেব্রুয়ারী ২০১৮ | আপডেট: ০৫:০৯ পিএম, ২৪ ফেব্রুয়ারী ২০১৮

নকিয়া ফোন

অনলাইন ডেস্কঃ এই প্রথম বাজারে আসছে ছয় ক্যামেরার ফোন। ফোনটি বাজারে আনছে এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া। মডেল নকিয়া এইট প্রো। ইতোমধ্যে ছয় ক্যামেরা এই ফোনটি অনলাইনে সাড়া ফেলেছে।

ফোনটিতে পাঁচটি রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফির জন্য আছে এক ক্যামেরা। এটি একটি ফোরজি এলটিই ফোন।

‘গ্যাজেটস এনডিটিভি ডট কম’ এবং ‘নকিয়া পাওয়ার ইউজার’ সূত্রে খবর, নকিয়া ৮ প্রোতে রয়েছে উচ্চমানের ৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে। সঙ্গে রয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর।

ওই সূত্রের দাবি, এই ফোনে রয়েছে ৪ জিবি র‌্যাম আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ইন্টারনাল মেমোরি আরও বাড়িয়ে নেওয়া যাবে।

শোনা যাচ্ছে, নিখুঁত ছবি তোলার জন্য এলইডি ফ্ল্যাশের সঙ্গে নোকিয়া ৮ প্রো-এ রয়েছে উচ্চমানের পাঁচটি রোটেটিং রিয়ার ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ফোন ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এর দাম সম্পর্কেও ধারণা মেলেনি।

সুত্রঃ ঢাকাটাইমস/এ এম বি / পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)