পাথরঘাটায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে জমইয়াতে হিযবুল্লাহর মিছিল

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ৭ মে ২০১৯ | আপডেট: ০৫:৪৩ পিএম, ৭ মে ২০১৯

জমইয়াতে হিযবুল্লাহর মিছিলপ্রবিত্র মাহে রমজান উপলক্ষে রমজান মাসকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার্থে বরগুনার পাথরঘাটায় উপজেলা ছাত্র, যুব ও জমইয়াতে হিযবুল্লাহর যৌথ উদ্যোগে স্বাগত মিছিল ও প্রবিত্রতা রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার (৭ মে) পহেলা রমজান সকাল সাড়ে দশটার দিকে পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেট থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল স্কয়ার চত্বরে মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মোহাম্মদ তোহা কাজী, অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, সম্পাদক সেলিম আজাদ, পৌর সভাপতি মাওলানা আবু ছালেহ নেছারী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সাহাদাত হোসেন, যুব হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক আব্দুর কাদের, ছাত্র হিযবুল্লাহর সম্পাদক ফোরকান আহমদ সালেহী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রবিত্র মাহে রমজানের প্রবিত্রতা রক্ষার স্বার্থে শুধু মাত্র হিন্দু সম্প্রদায়ের হোটেল ব্যাতীত দিনের বেলায় সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। সকল প্রকার অশ্লীলতা প্রদর্শন গান বাজনা বন্ধ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করে হবে। বিদ্যুত নিয়ে সবধরনের লুকোচুরি বন্ধ করার আহ্বান জানান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)