সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান এর উপস্থিতিতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মারধর ঘটনায় আগামীকাল বৈঠক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:৩৯ এএম, ১৫ মে ২০১৯ | আপডেট: ০৫:৩৫ এএম, ১৫ মে ২০১৯

আনোয়ার উল্লাহ, স্বাস্থ্য কমপ্লেক্স, পাথরঘাটা
বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার উল্যার বিরুদ্ধে এক রাগীর ছেলেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৩ মে) বেলা ১১টার দিকে এ মারধরের ঘটনা ঘটে। এঘটনার পরেই মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়।

স্থানীয় প্রতিনিধি সুত্রে জানা গেছে
সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির এর উপস্থিতিতে
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মারধর ঘটনায় আগামীকাল বৈঠক করবেন।।

পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে সরেজমিনে গিয়ে জানা গেছে, পারিবারক দ্বন্দে মারধরে আহত হয়ে গত শুক্রবার (১০ মে) সকাল হাসপাতালে ভর্তি হন দুলিয়া বেগম। পরে গত সোমবার (১৩ মে) সকালে হঠাৎ অসুস্থ্য হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন দুলিযার জা রহিমা বেগম জিলানীকে খবর দেয়। জিলানী দ্রুত হাসপাতালের এসে তার মাকে
মেজেতে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে নার্সদের ডেকে নিয়ে আসেন। নার্সরা চিকিৎসক আনোয়ার উল্যাহকে ডেকে নিয়ে আসেন চিকিৎসক আনোয়ার উল্যাহ আসার পরে জিলানী তার মায়ের এ অবস্থার কথা জানতে চাইলে চিকিৎসক আনোয়ার উল্যাহ জিলানীকে মারধর করেন। এসময় জিলানীর মাকেও লাঞ্চিক করার ঘটনাও দেখা গেছে ওই ভিডিওতে।

দুলিয়া বেগমের ছেলে জিলানী বলেন, মায়ের অসুস্থ্যতার কথা শুনা মাত্রই হাসপাতালে গিয়ে দেখি ডাক্তার আমার মাকে দেখতে আসে। ডাক্তার আমাকে কক্ষ থেকে বের হয়ে যেতে বললে আমি বের হয়ে না যাওয়ায় আমাকে চর-থাপ্পর মারতে থাকে।

অভিযুক্ত চিকিৎসক আনোয়ার উল্যাহ বলেন, আমি ওই ছেলের মায়ের কাছ থেকে একটি
ভিডিও সাক্ষাতকার নিতে চাইলে ওই ছেলে আমার উপর আক্রমন করে। আমি এর প্রতিবাদ করেছি মাত্র।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)