পাথরঘাটার ঈদ বাজার ক্রেতা শুন্য( ভিডিও)

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:৫৫ এএম, ২৭ মে ২০১৯

ঈদ বাজার
সাগরে ৬৫ দিনের অবরোধের প্রভাব পরেছে বরগুনার পাথরঘাটার ঈদ বাজারে।

পাথরঘাটা বাজারে আজ বৃহস্পতিবার (২৩ মে) সকালে গুরে দেখা গেছে ক্রেতা শুন্য।

খোজ নিয়ে জানা গেছে, রমজানের প্রথম দিকে বাজারে শুরু করে এখন প্রায় শেষের দিকে। দিন যতই যায় ঈদ ততই ঘনিয়ে আসে কিন্তু দিন ঘনিয়ে আসলেও বাজার ক্রেতা শুন্য।

পাথরঘাটা পৌরশহরের মৃধা ফ্যাসনের সমিরন জানান, সাগরে ৬৫ দিনের অবরোধ দেয়ার পরেই বাজার শুন্য হতে শুরু করেছে। প্রতি বছর এরকম সময় আমাদের প্রতিদিন যে পরিমান টাকর বিক্রি করতাম এবছর প্রতিদিন তার ৪ভাগের এক ভাগও বিক্রি করতে পারি না।

বাজারের ক্রেতা জাকির হোসেন জানান, ঈদের বাজার করার জন্য ধার করে টাকা নিয়ে তার পরে ঈদের বাজার করতে আসছি। কি করব? ছেলে মেয়েদের আবদারের কারনেই আসতে হয়েছে। নিজেরা কিছু নাই কিনলাম তাদেরতো কিছু কিনে দিতে হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)