যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৯

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:১৪ পিএম, ৮ জুলাই ২০১৯

ছবিঃ সংগ্রহীতভারতের লক্ষ্ণৌ থেকে দিল্লি যাওয়ার পথে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের প্রায় ১৫ ফুট গভীর খাদে পড়ে । এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন যাত্রী।

সোমবার (৮ জুলাই) সকালে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নয়ডা থেকে আগ্রা সংযোগকারী ১৬৫ কিলোমিটার দীর্ঘ যমুনা এক্সপ্রেসওয়েতে।

উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, লক্ষ্ণৌ থেকে দিল্লি যাওয়ার পথে স্লিপার কোচের একটি যাত্রীবোঝাই বাস যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। এটি ১৫ ফুট গভীরে পড়ে যায়। এখনও পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি যাত্রীদেরও উদ্ধারের কাজ চলছে।

এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহত ও আহত ব্যক্তিদের পরিবার-পরিজনদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, সে দিকে বিশেষ ভাবে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এনডিটিভি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)