পাথরঘাটায় ডেঙ্গু রোগী শনাক্ত

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ৫ আগস্ট ২০১৯ | আপডেট: ০৪:২৯ পিএম, ৫ আগস্ট ২০১৯

পাথরঘাটায় ডেঙ্গু রোগী শনাক্ত

সারাদেশে যখন ডেঙ্গু আতঙ্কে জনমনে অস্থিরতা বিরাজ করছে এর মধ্যে বরগুনার পাথরঘাটায় সুলতান নামে এক যুবককে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ি পাথরঘাটা পৌরসভার ৬ নং ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন। সুলতান শেখ ৬ নং ওয়ার্ডের আব্দুল হাকিম শেখের ছেলে।

পাথরঘাটা উপজেলার কমপ্লেক্সের চিকিৎসক জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন।

চিকিৎসক এর মতে ডেঙ্গু জ্বর এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়।

উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং গাত্রচর্মে ফুসকুড়ি দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে। কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে যাকে ডেঙ্গু রক্তক্ষরী জ্বর (ডেঙ্গু হেমোরেজিক ফিভার) বলা হয়। এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে। কিছু কিছু ক্ষেত্রে কখনোবা ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দেয়। ডেঙ্গু শক সিন্ড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)