তালতলীতে ৭ এসএসসি পরীক্ষার্থী বহিস্কার

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ৯ ফেব্রুয়ারী ২০২০

পরীক্ষার্থী বহিস্কার / ছবিঃ সংগ্রহীতবরগুনার তালতলী এসএসসি পরীক্ষায় অসধুপয়ে অবলম্বনের দায়ে ৭ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

রবিবারের (৯ ফেব্রুয়ারি) তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে তাদের বহিস্কার করেন বরিশাল শিক্ষা বোর্ডের এক ভিজেলেন্স টিম।

খোজ নিয়ে জানা গেছে, উপজেলার তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে কোড নং-২২১ রবিবার ৩সদস্য বিশিষ্ট বরিশাল শিক্ষা বোর্ডের এক ভিজেলেন্স টিমের নির্দেশে ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসধুপায় অবলম্বনের দায়ে ৭ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

এরা হচ্ছে কেন্দ্রস্থ স্কুল তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২ পরীক্ষার্থী মোসাঃ ঝুমুর রোলনং-২২১০৮৮ ও মোঃ বেল্লাল হোসেন রোলনং-২২১১২৩।
তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ২ পরীক্ষার্থী সুমন্ত কুমার হাওলাদার রোল নং-৯০০০৭০ ও মোঃ মিরাজ মিয়া রোল নং-২২১২৯৫।
লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ তুষার রোলনং-২২১২৫০।
দক্ষিন ঝাড়াখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সমাপ্তি মন্ডল রোল নং-২২১৩৩৫।
নয়াভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ আছিফ রোল নং-২২০৯৪১।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)