মঠবাড়িয়ায় অপহৃত স্কুল ছাত্রী ছয় দি‌নেও উদ্ধার হয়‌নি

নোমান আল সাকিব
নোমান আল সাকিব, ফিচার লেখক
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৬ মার্চ ২০১৮

---
মঠবাড়িয়া (পিরোজপুর)।। পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহরণের ছয়দিনেও উদ্ধার হয়নি সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী মিম আক্তার (১৩)। গত ১০ মার্চ বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুল ছাত্রী অপহৃত হয়।

এঘটনায় ওই স্কুল ছাত্রীর মা রেবা আক্তার ১৩মার্চ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় নামীয় ৪ জন ও অজ্ঞাত ৩ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

ওই স্কুল ছাত্রী স্থানীয় কেএম লতীফ ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণীর ছাত্রী ও উপজেলার বড় হাড়জি গ্রামের কামাল হোসেন এর মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, গত ১০ মার্চ প্রতিদিনের মত বাবা কামাল হোসেন তাঁর মেয়ে মিমকে স্কুলে পৌছে দেয়।

বিকেলে স্কুল ছুটির পর ওই ছাত্রী একা বাড়ি ফেরার পথে পূর্বে ওৎ পেতে থাকা একই এলাকার ইউসুফ শিকদার এর ছেলে রাব্বি শিকদার (২২), মৃতঃ লালু শিকদারের ছেলে ইউসুফ শিকদার (৪৫), নিজাম শিকদারের স্ত্রী সনিয়া আক্তার (২৭), খলিল শিকদারের ছেলে নিজাম শিকদার ও অজ্ঞতনামা আর ২/৩ জন মিলে মিমকে জোরপূর্বক মটরসাইকেলে করে তুলে নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

এন এ এস/পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)