মঠবাড়িয়ায় করোনা আক্রান্ত ১৭ পরিবারকে ইউএনও’র সহায়তা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৫৯ এএম, ২৫ জুন ২০২০ | আপডেট: ০৮:০০ এএম, ২৫ জুন ২০২০

ছবিঃ সংগ্রহীতমঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় করোনা সংক্রামণে সংক্রমিত ১৭ টি পরিবারের মাঝে মানবিক খাদ্য সহয়তা পৌঁছে দিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি ভৌমিক।

বুুুধবার (২৪ জুন) বিকেলে পৌর এলাকাসহ প্রত্যন্ত এলাকায় করোনা মহামারিতে আক্রান্তদের বাড়িতে গিয়ে মানবিকে এ খাদ্য সহায়তা পৌঁছে দেন তিনি।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রাকিবুর রহমান, উপজেলা প্রকল্পপ বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী দিবাকর বিশ্বাস উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা মহামারির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মি ভৌমিক এ উপজেলায় যোগদান করেই তিনি আত্মমানবতার সেবায় একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে করোনা ভাইরাস প্রতিরোধে অগ্রণী ভুমিকা পালন করছেন।

এ ছাড়া তিনি প্রত্যন্ত এলাকায় গিয়ে কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন, সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও করোনায় আক্রান্তদের মাঝে সরকারের মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দেন।’

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)