বিষখালী নদীতে সার বোঝাই কার্গো ডুবি

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজবিষখালী নদীর রামনা লঞ্চঘাট এলাকায় বরিশাল থেকে বরগুনার উদ্দেশ্যে আসা ১৩২ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই একটি কার্গো বিষখালী নদীতে ডুবে গেছে।

আজ রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে।

কার্গোর চালক হিরন মিয়া জানান, বরিশাল থেকে সার বোঝাই করে শনিবার রাত ১২টায় রামনা এলাকায় এসে পৌঁছান। নদীতে গুনের অপেক্ষায় রামনা লঞ্চঘাট পল্টুনে কার্গো নোঙ্গর করে। জোয়ারের অপেক্ষায় এক সময় কার্গোর মাঝি ও শ্রমিকরা ঘুমিয়ে পড়লে ভাটায় কার্গোর পিছনের অংশ তলিয়ে চরে আটকে যায়।

কার্গোর চালক ও শ্রমিকরা ঘুম থেকে জেগে ভোর ৫টার দিকে কার্গো থেকে সারের বস্তা উঠানোর চেষ্টা করে। ২৬৪০ বস্তা সারের মধ্যে থেকে ৬০/৭০ বস্তা সার তুলতে পারলেও বাকি সার বোঝাই কার্গো স্রতের টানে নদীর গভীরে তলিয়ে যায়।  

বরগুনা জেলা ফার্টিলাইজার সমিতির সভাপতি ফেরদৌস জামান শাহিন বলেন, ভাই ভাই ট্রেডার্স এবং মিলন ট্রেডার্স এর ২৬৪০ বস্তা ইউরিয়া সার নিয়ে  কার্গ্রো নদীতে ডুবে গেছে। প্রায় ২২ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)