মঠবাড়িয়ায় প্রধান সড়ক ৩০ ফুট প্রশস্থ করে দ্রুত নির্মাণের দাবিতে পদযাত্রা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১৮ অক্টোবর ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজমঠবাড়িয় প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের প্রধান সড়ক থানাপাড়া-বহেরাতলা বেহাল সড়ক ৩০ ফুট চওড়া করণ ও দ্রুত নির্মাণের দাবিতে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ পদযাত্রায় সাংবাদিক, সংস্কৃতিকর্মী, পাঠাগার আন্দোলনকর্মীসহ ভূক্তভোগি পৌরবাসি অংশ নেন।

পদযাত্রা শেষে জেলাপ্রশাসক, ইউএনও ও উপজেলা চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

শেষে শহীদ মিনার সম্মূখ সড়কেসমাবেশে প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে বক্তব্য দেন, উদীচীর সভাপতি শিবু সাওজাল, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, ওয়ার্কার্স পার্টি নেতা খোকন হাওলাদার, সাংবাদিক আবদুস সালাম আজাদী, উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণসম্পাদক আলাউদ্দিন আল আজাদ, সাংবাদিক মিজানুর রহমান মিজু, নিজামুল কবীর মিরাজ, আব্দুল হালিম দুলাল, আবুল কালাম আজাদ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, মঠবাড়িয়া প্রথম শ্রেণীর পৌরসভার প্রধান সড়ক থানাপাড়া-বহেরাতলা দেড় কিলোমিটার জুড়ে গত ১৫ বছর ধরে চরম বেহাল অবস্থা বিরাজ করছে। সড়ক ও জনপদ বিভাগের আওতাধিন এ সড়কে নকশায় ৩৬ ফুট হলেও দুই পাশে নানা স্থাপনা গড়ে সড়কে জমি বেদখল হওয়ায় সড়কটি অপ্রশস্ত হয়ে পড়েছে।

এছাড়া সড়কের দুইপাশে কোন ফুটপাত না থাকায় পথ চারিরা ব্যস্ততম সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে। বর্তমানে সড়কে শতশত খানাখন্দ ও জলকাদায় পরিপূর্ণ অবস্থা বিরাজ করায় পৌরবাসি চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)