পাথরঘাটায় জেলেদের মাঝে চাল বিতরণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:০১ পিএম, ৩০ মার্চ ২০২১

পাথরঘাটায় জেলেদের মাঝে চাল বিতরণ

জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২০-২০২১ অর্থবছরে ২৬ হাজার ৩০৫.২০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্ধ করেছে সরকার। এর অংশ হিসেবে বরগুনার পাথরঘাটা পৌরসভায় জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল দশটার দিকে পাথরঘাটা পৌরসভা চত্বরে এ চাল বিতরণ করেন পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন।

পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন জানান, পাথরঘাটা পৌরসভার ৫৪৩ জেলে পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে ১ম ধাপে ফেব্রুয়ারি-মার্চ দুই মাস প্রতিটি নিবন্ধিত ও কার্ডধারী জেলেদের মধ্যে ৩৩৩ জন জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে (২ মাসে ৮০ কেজি) চাল প্রদান করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ০১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এর মধ্যে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ০৪ (চার) মাস জাটকা আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের সরকার মানবিক সহায়তা প্রদান করে থাকে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)