পাথাঘাটা সন্তানের মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৭ জুন ২০২১

পাথাঘাটা সন্তানের মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

পারিবারিক কলহের জেরে সন্তানের মুখে বিষ দিয়ে নিজেও আত্মহত্যা চেষ্টা করেছে মা হাওয়া বেগম। এ ঘটনায় মা সুস্থ থাকলে ও দেড় বছরের শিশু হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল চারটার দিকে বরগুনা পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৭নং শিংড়াবুনিয়া গ্রামে। হাফিজুর রহমান বাবার নাম মাসুম বিল্লাহ। সে ঢাকায় চাকরি করেন।

হাফিজুর রহমানের নানা হারুন হাজী‌ জানান দুপুরে তার মেয়ের সাথে জামাই মাসুমের মোবাইলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমানে নিজে কিটনাশক খেয়ে পরে তার ছেলেকে কিটনাশক খাওয়ায়।

বিষয়টি টের পেয়ে সাথে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে পয়ঃনিষ্কাশনে হাওয়া বেগম সুস্থ হলে ও হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক বরিশালে রেফার করে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান, শিশুটির পয়ঃনিষ্কাশনের কোন ব্যাবস্থা করতে না পারায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)