পাথরঘাটায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ৩ ডিসেম্বর ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটায় নিজ বসত ঘর থেকে জেসমিন সুলতানা (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) ভোররাতে পাথরঘাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বসত ঘরের বিছানা থেকে উদ্ধার করে।

জেসমিন সুলতানা একই এলাকার সুলতানা খানের মেয়ে ও বরগুনা সদর উপজেলার গর্জনবুনিয়া এলাকায় আবুল বাশারের স্ত্রী। টনার পর থেকে স্বামী আবুল বাশার ও তার বোন জামাতা মোস্তফা কসাই পলাতক রয়েছে।

জেসমিন সুলতানার মা মোসা. রেনু বেগম ও একাধিক প্রতিবেশীরা বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে শারিরীর ও মানসিক ভাবে নির্যাতন করতো। নির্যাতনের কারনে বাবার দেয়া জমিতে ঘর তুলে দেয়া হয়েছে। সেখানেই বসবাস করেছিলেন তারা।

তারা আরও জানান, রাত আড়াইটার দিকে স্বামী আবুল বাশার মোবাইলে শ্যালক রফিকুলকে তার বোন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানায়। তাৎক্ষণিক বোনের বাড়িতে এসে বোন জেসমিন সুলতানার মরদেহ বিছানায় দেখতে পায়। এরপর বোন জামাই আবুল বাশার ও তার বোন জামাই মোস্তফা কসাইকে পাওয়া যায়নি। পরিবারের ধারনা, আবুল বাশার নিজেই তার স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করে পালিয়েছে।

এঘটনায় অভিযুক্ত আবুল বাশার ও তার পরিবারের সাথে যোগাযোগ করার চেস্টা করা হলেও পলাতক থাকায় কাউকে পাওয়া যায়নি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ঘটনার খবর পেয় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পরে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)