পাথরঘাটায় রিজার্ভ পুকুর খনন ও সংস্কারের দাবিতে মানববন্ধন

asraful islam
asraful islam,
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২০ মে ২০২৩ | আপডেট: ০৫:৪৫ পিএম, ২০ মে ২০২৩

পাথরঘাটায় রিজার্ভ পুকুর খনন ও সংস্কারের দাবিতে মানববন্ধন“নিরাপদ পানি পান করি, সুস্থ সুন্দর জীবন গড়ি ” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় শনিবার সকাল নয়টায় কে. এম. সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের রিজার্ভ পুকুরটি পুনঃখনন, সংস্কার, পুকুরের পুরনো দুইটি ফিল্টার আধুনিকায়ন ও মানসম্মত নতুন একটি ফিল্টার নির্মাণ সহ পুকুরের আশেপাশে অবৈধ স্থাপনা ও টয়লেট অপসারণের দাবিতে স্লোগান, লিফলেট বিতরন ও রেলি অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে করেছে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) বাস্তবায়নে একশন এইড বাংলাদেশ। মানববন্ধনের পর পুকুরে কাগজের নৌকা ভাসিয়ে পুকুর সংস্কারের দাবী জানিয়েছে এনএসএস এর সদস্যরা।

এছাড়াও এই মানববন্ধনে অংশ গ্রহণ করে পাথরঘাটা প্রেসক্লাব, সিসিডিবি, এনসিটিএফ, যুব রেড ক্রিসেন্ট, প্রত্যয়, ডরপ, স্যাপ-বাংলাদেশ, পাথরঘাটার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ১৬টি সংগঠন অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন, প্রোজেক্ট অফিসার রুমা বেগম, ইয়ুথ পিয়ার গ্রুপ ফেসিলিটেটর মোঃ জুবায়ের ইসলাম সহ নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর পাথরঘাটা পৌরসভাসহ উপজেলার ইয়ুথ সদস্যরা উপস্থিত ছিলো।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)