খেলার ছলে পিরোজপুরে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ০৮:৪৪ পিএম, ২৯ মার্চ ২০১৮

এই ছবিটি প্রতিকীখেলার ছলে গলায় ফাঁস লেগে পিরোজপুর পৌরসভার আদর্শপাড়ায় ইয়ামিন সুলতানা (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে।

ইয়ামিন আদর্শপাড়ার আল আমিন শেখের মেয়ে এবং স্থানীয় পিরোজপুর প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

মৃত ইয়ামিনের ফুফু শারমিন বেগম জানান, সকালে ঘরের পাটাতনে বসে একা একা খেলা করছিল ইয়ামিন। এ সময় তার মা ইয়াসমিন বেগম ঘরে কাজ করছিলেন। অনেকক্ষণ মেয়ের কোনো সাড়া-শব্দ না পেয়ে তিনি ঘরের পাটাতনে যান। এ সময় জানালার সিকের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মেয়েকে দেখতে পান তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সাকিল সরোয়ার বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৯ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)