কুতিনহো বার্সেলোনাকে অনেক কিছু দেবে: সুয়ারেস

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৪ ফেব্রুয়ারী ২০১৮ | আপডেট: ০৪:১১ পিএম, ২৫ ফেব্রুয়ারী ২০১৮

---নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর বার্সা শিবিরে যে হাহাকার সৃষ্টি হয়েছিল, তার অনেকটাই ঘুচিয়ে দিয়েছেন ব্রাজিল তারকা ফিলিপ কুতিনহো। লিভারপুল থকে বার্সেলোনায় আসা এই তরুণ তুর্কীকে নিয়ে আশাবাদী উরুগুয়ের সুপারস্টার লুইস সুয়ারেস। স্টিভেন জেরার্ড অ্যানফিল্ড ছেড়ে যাওয়ার পর তরুণ কুতিনহো যেভাবে লিভারপুলে দায়িত্ব নিয়েছিল তার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

বার্সেলোনার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়ারেস বলেছেন, ‘যখন আমার বার্সেলোনায় আসার সুযোগ আসে তখন জেরার্ডকে বলেছিলাম, আমি চলে গেলে কুতিনহোকে দেখ ভালো করতে। কিন্তু এরপর সে গ্যালাক্সিতে চলে গেলে ফিলিপের নিজেকেই দায়িত্ব নিতে হয়। দলের দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নেয়।’

তিনি আরও বলেন, ‘মাঠের খেলায় খেলোয়াড় হিসেবে তাকে জ্বলে উঠতে দেখে আমি বিস্মিত হইনি। কারণ, তার দক্ষতা সম্পর্কে আমি জানতাম। তবে তরুণ বয়সে সে যে দায়িত্ব নিয়েছিল, সেটার প্রশংসা না করে উপায় নেই। আশা করি একজন ফুটবলার এবং একজন ব্যক্তি হিসেবে বার্সেলোনাকেও সে অনেক কিছু দেবে।’

জানুয়ারিতে ১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনায় নাম লেখান ২৫ বছর বয়সী কুতিনহো। ২০১৩ সালে ইন্টার মিলান থেকে লিভারপুলে এসেছিলেন তিনি। কুতিনহোকে দলে টানতে লিভারপুলের সঙ্গে অনেকদিন ধরে দর কষাকষি করে আসছিল কাতালান জায়ান্টরা। অবশেষে এ বছরের শুরুতে তাকে বিক্রি করতে রাজী হয় লিভারপুল। এরপর ফেব্রুয়ারির শুরুর দিকে কোপা দেল রের সেমি-ফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার হয়ে প্রথম গোল করেন কুতিনহো।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)