বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২০ এপ্রিল ২০১৮

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাগোপালগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের গ্রাম উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।

শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ঘোপের ডাঙ্গা গ্রামের একটি বাড়ি একটি খামারের উপকার ভোগীদের সঙ্গে উঠান বৈঠকের মাধ্যমে মতবিনিময় করেন তিনি।

বৈঠকে প্রকল্পের আওতাধীন সদস্যদের খোঁজখবর নেন ঢাকা বিভাগীয় কমিশনার। এই প্রকল্পের মাধ্যমে কীভাবে দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন করা যায়- তা নিয়ে কথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর নহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুলাহ আল বাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তি মণি চাকমাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে কে এম আলী আজম সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ ছাড়া টুঙ্গিপাড়ার কুশলি গ্রামের আশ্রয়ণ প্রকল্প ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)