পাথরঘাটায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে হারিকেন মিছিল

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৭ মে ২০১৮

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে হারিকেন মিছিলরমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে হারিকেন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাথরঘাটা উপজেলার সকল স্থরের মানুষ।

বৃহস্পতিবার (১৭ মে) আসরের নামাজ শেষে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক পাদক্ষিন করে বিক্ষোভ মিছিল পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, সেচ্ছায় রক্তদান সংগঠন প্রত্যয়ের সভাপতি মেহেদী সিকদার, সেচ্ছায় সেবাদান সংগঠন আস্থা’র সভাপতি শফিকুল ইসলাম খোকন, ইসলামী আন্দোলনের পাথরঘাটা উপজেলা সাধারন সম্পাদক মোখলেসুর রহমান প্রমূখ।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, পাথরঘাটা উপজেলায় অতিমাত্রায় পল্লী বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। বিদ্যুতে এ অসহনীয় যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পরেছে মানুষ। ফলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। পাথরঘাটা উপজেলার গত এক মাস ধরে পল্লী বিদ্যুতের লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ২৪ ঘণ্টার মধ্যে ২ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। আবার দিলেও দেড় ঘন্টায় ১৫ বার লোডশেডিং হয়। এতে ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসহ সকল অফিসের কাজকর্ম। আমাদের রমজান শুরু হয়েছে। এরমজানে যেন নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ দেয়া হয় না হলে আরো কঠো আন্দোলন হুশিয়ারীও দেন তারা।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৭ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)