পাথরঘাটায় ৩ দিনে বিদ্যুৎ সংযোগ পেল ৪৭৫ পরিবার

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৫ মে ২০১৮ | আপডেট: ১০:৫৫ এএম, ২৫ মে ২০১৮

৩ দিনে বিদ্যুৎ সংযোগ পেল ৪৭৫ পরিবারঅন্ধকার থেকে আলো পেল পাথরঘাটার ৪৭৫ পরিবার। তিন দিনে পাথরঘাটার তিনটি ইউনিয়নের তিন গ্রামে এ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

তিন দিনে পৃথকভাবে বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন করে জাতীয় সংসদের সংরক্ষিত সদস্য ও বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য নাসিমা ফেরদৌসী। উদ্ধোধনের সময় রাজীতিবিদ, শিক্ষক,সমাজসেবক, জনপ্রতিনিধি, পল্লী বিদ্যূতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলায় ২শ পরিবার, কাঠালতলী ইউনিয়নের কালীবাড়ি গ্রামে ১২০ ও কালমেঘা ইউনিয়নের বড় পাথরঘাটা গ্রামে ১৫৫ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

উদ্ধোধনী বক্তব্যে সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিতা ধরে রাখতে প্রতিটি নেতাকর্মীর উচিত দেশ ও জনস্বার্থে এলাকার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাওয়া। তাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহবান জানান তিনি।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৫ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)